ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

বেনাপোল আমড়াখালী সীমান্তে স্বর্ণের ১৩টি বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে বুধবার ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার সকালে যশোরের বেনাপোল সীমান্তে আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে স্বর্ণের ১৩টি বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৪৯, ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। আটক আশিকুর রহমান (৪০) যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের সৈয়দ আলীর পুত্র।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে আমড়াখালী চেকপোস্ট বিজিবির একটি টহলদল সকাল ৯টার যশোর থেকে বেনাপোল মুখি লোকাল বাসে তল্লাশী করে স্বর্ণ পাঁচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক স্বর্ণগুলোর ওজন ১ কেজি ৪৭৩ গ্রাম এবং মূল্য ১ কোটি ৯ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আশিকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরচালানের নিয়োজিত আছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি সিও জানান।
ads

Our Facebook Page